Published: Fri, 15 Jan 2021 | Updated: Fri, 15 Jan 2021
শহীদ আহমেদ খান : দেশের ৩২৯টি পৌরসভায় এখন নির্বাচনী ডামাঢোল বাজছে। শীতের আবহাওয়ায় গরম চায়ের কাপে ঝড় উঠছে ভোটাভুটির। ইতোমধ্যে প্রথম দফায় সিলেট বিভাগসহ ২৫টি পৌরসভায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আর চলতি মাসের ১৬ তারিখ দ্বিতীয় দফায় ৬১টি পৌরবাসী মেতে উঠবেন ভোট উৎসবে। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় নির্বাচন হবে জানুয়ারির ৩০ তারিখ।
Published: Thu, 14 Jan 2021 | Updated: Thu, 14 Jan 2021
মো. আশরাফুল আলম, গাইবান্ধা (বিশেষ সংবাদদাতা) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ‘আমার জীবনের একমাত্র কামনা, বাংলাদেশের মানুষ যেন তাদের খাদ্য পায়, আশ্রয় পায় এবং উন্নত জীবনের অধিকারী হয়’। বঙ্গবন্ধুর চিন্তা এবং চেতনার প্রতিফলন দেখা যায় ১৯৭২এর সংবিধানে। ১৯৭২ সালের সংবিধানের ১৫ (ঘ) অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার অধিকারের কথা বলা হয়েছে।
Published: Tue, 12 Jan 2021 | Updated: Tue, 12 Jan 2021
প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার : চলছে সারা দেশ জুড়ে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ধাপ পৌরসভার নির্বাচন। নির্বাচন এলেই মাঠ গরম হয়ে যায় রাজনৈতিক নেতাদের মাঠ পর্যায়ে আনাগোনায়। প্রত্যেকেই ব্যস্ত হয়ে পড়েন নিজেদের প্রার্থীকে বিজয়ী করার জন্য। কিন্তু বিগত কয়েক বছরে এ জায়গায় অনেকটাই ভাটা পড়েছে দলীয় প্রতীক ব্যবহার করার কারণে। দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য যোগ্যতার মাপকাঠিতে বা জনগণের প্রত
Published: Mon, 04 Jan 2021 | Updated: Mon, 04 Jan 2021
মো.আশরাফুল আলম, গাইবান্ধা : মানুষ সামাজিক জীব। পৃথিবীর আদিকাল থেকেই যখন সমাজের সৃষ্টি তখন থেকেই মানবজাতি বিভিন্ন উপায়ে সমাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যদিয়ে বেড়ে উঠেছে এবং জীবন জীবিকা পরিচালনা করছে। আরও বলা যায় জন্মের পর থেকে সমাজের যে প্রক্রিয়া এবং রীতিনীতি প্রথার মধ্য দিয়ে মানুষ বেড়ে ওঠে এবং জীবন যাপন করে তাকে সামাজিকীকরণ প্রক্রিয়া বলে। এটি চলমান প্রক্রিয়া।
Published: Sun, 03 Jan 2021 | Updated: Sun, 03 Jan 2021
প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার : আলোচিত ও সবচেয়ে সমালেচিত একটি নাম মাদক। ভয়াবহতা সম্পর্কে সবাই জানি কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। সবই হচ্ছে আবার কিছুই হচ্ছে না। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর প্রবণতা। চলছে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার। মানুষ এ ক্রসফায়ারেও আনন্দ পাচ্ছে। কিন্তু কেন এ আনন্দ? ভেবে দেখেছি কি আমরা?
Published: Thu, 31 Dec 2020 | Updated: Thu, 31 Dec 2020
রাত পোহালেই ২০২১। পুরােনাে বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। শেষ হবে ২০২০ সাল নামক ব্যতিক্রমী এ বছরটি। যে বছর জুড়ে ছিল শুধুই প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির রাজত্ব। যা সামাজিক ও অর্থনৈতিকভাবে আমাদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। বছরের বেশিরভাগ সময়ই বন্ধ ছিল ক্যাম্পাস। অনলাইনে পড়াশােনা-ক্লাস-পরীক্ষা নিয়ে আলােচনা-সমালােচনা ছিল বছরজুড়েই। এ বছরটি অনেক কিছুই শিখিয়েছে।
Published: Sun, 27 Dec 2020 | Updated: Sun, 27 Dec 2020
মেহেরাবুল ইসলাম সৌদিপ : ২০২০ সাল!
Published: Wed, 23 Dec 2020 | Updated: Wed, 23 Dec 2020
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : মুক্তিযুদ্ধ করে দেশের স্বাধীনতা ফিরিয়ে আনলেও মুক্তিযোদ্ধা হিসেবে এখনো স্বীকৃতি পাননি সদর উপজেলার আকচা ইউনিয়নের দেবীগঞ্জ বাজারের মৃত তুফান বর্মণের ছেলে লক্ষ্মীন্দর বর্মণ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে নাম তালিকাভূক্ত না হওয়ায় জীবনের শেষ বয়সে এসে অযত্ন-অবহেলায়, অভাব-অনটনে ভিক্ষাবৃত্তির মধ্য দিয়ে দিন কাটছে লক্ষ্মীন্দরের। ক
Published: Wed, 16 Dec 2020 | Updated: Wed, 16 Dec 2020
সাদিয়া সাবাহ্ : নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছিলাম বাংলাদেশ নামের ছোট্ট স্বাধীন দেশটি। প্রতিটি দেশই স্বাধীনতার জন্যে অসংখ্য ত্যাগ ও তিতিক্ষার সম্মুখীন হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। পুরো নয়মাস কোনরকম সামরিক প্রশিক্ষণ কিংবা কোনরকম পূর্বপ্রস্তুতি ছাড়াই শুধুমাত্র আত্মবিশ্বাসের জায়গা থেকে একটি দেশ "বিজয়" লাভ করতে পারে তা সত্যিই অকল্পনীয়। আর এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন
Published: Tue, 15 Dec 2020 | Updated: Tue, 15 Dec 2020
ইতিহাসের শত বছরের শোষিত জাতির নাম বাঙালি জাতি৷ যুগে যুগে নানা শাসকগোষ্ঠী দ্বারা শোষণের পর ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনীকে পরাজিত করে বাঙালির নবজীবনের সূচনা হয়। আমরা পাই লাল সবুজের এই পতাকা। আর এই স্বাধীন দেশ। আমাদের স্বাধীন বাংলাদেশ। বিশ্বের বুকে আবির্ভূত হয় একটি জাতি-রাষ্ট্র বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই বাংলাদেশের আছে নানা অর্জন
Published: Mon, 14 Dec 2020 | Updated: Mon, 14 Dec 2020
ঊর্মি ইসলাম ইমা : লঞ্চ যোগে পদ্মা পাড়ি দিচ্ছি। ইতিমধ্যে দু’-চারবার আব্বার সতর্কবাণী পৌঁছে গেছে। লঞ্চে ওঠার মিনিট পাঁচেক আগেই ফোনের স্ক্রিনে আব্বার নম্বর দেখেই বুঝলাম কি বলবেন, পুরোনো সুরে সে একই কথা 'পদ্মার অবস্থা কী?' আমি আশ্বস্ত করে বললাম এখন ঢেউ নাই আব্বা। নদী শান্ত। পানি কম। আব্বার বরাবরের মতো এক কথা-আল্লাহ ভরসা!
Published: Sat, 12 Dec 2020 | Updated: Sat, 12 Dec 2020
মারিয়া অনি : ‘ধনধান্যে পুষ্পভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা’- কবি
Published: Sat, 12 Dec 2020 | Updated: Sat, 12 Dec 2020
জান্নাতুল মাওয়া শশী : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে পৌঁছাতে এক ধাপ এগিয়ে রাখছে বাংলাদেশ সরকারের 'ডিজিটাল বাংলাদেশ' বাস্তবায়নের অঙ্গিকার। আর বিজ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপই হলো 'ডিজিটাল বাংলাদেশ'। এর মাধ্যমে একটি উন্নত, বিজ্ঞানমনস্ক সমৃদ্ধি বাংলাদেশকে বোঝায়। ‘ডিজিটাল বাংলাদেশ হচ্ছে সেই সুখী, সমৃদ্ধ, শিক্ষিত জনগোষ্ঠীর বৈষম্য
Published: Sat, 12 Dec 2020 | Updated: Sat, 12 Dec 2020
নজরুল ইসলাম তোফা: আজকের এই বাংলাদেশের স্বাধীনতার সাথে প্রতীকিভাবেই চলে আসে মুক্তিযোদ্ধা, শহীদের রক্তে রাঙানো শহীদ মিনার, অসাম্প্রদায়িকতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি। এমন বিষয়গুলো আজকে প্রতীকিভাবেই প্রকাশ করানোর মাঝে বেঁধেছে সংঘাত। এই দেশের স্বাধীনতার পিছনে এমন কিছু বৃহৎ শক্তিগুলোর অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। আজ এইদেশের মানুষ স্বাধীনতা অর্জন বা বর্জনের দ্বিধা
Published: Wed, 09 Dec 2020 | Updated: Wed, 09 Dec 2020
মোঃ আশরাফুল আলম : যেকোন কর্মময় জীবন আমাদের শরীর ও মনকে করে ক্লান্ত আর অস্থির। একঘেয়েমি পরিবেশে মনে সৃষ্টি করে নানা ধরণের বিষন্নতা। তখন নিত্যদিনের সেই চেনা পরিবেশ থেকে মন ছটফট করে আনন্দ উপভোগের জন্য। ঠিক সেই সময় মনকে কিছুদিনের জন্য বিশ্রাম দিতে এবং নিজের ক্লান্তি ও একঘেয়েমি দূর করে পরবর্তী ব্যস্ত সময়গুলোর জন্য মনকে প্রস্তুত করতে ভ্রমণের প্রয়োজন। তাছাড়া যেকোন ভ্রমণ মানুষকে চিন্তা
Published: Wed, 09 Dec 2020 | Updated: Wed, 09 Dec 2020
মারিয়া অনি : বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতিবছর ৯ ডিসেম্বরকে বেগম রোকেয়া দিবস হিসেবে উদযাপন করে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯, ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) উনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙ্গালি সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক।
Published: Tue, 08 Dec 2020 | Updated: Tue, 08 Dec 2020
অনন্য প্রতীক রাউত : বিংশ শতাব্দীতে নারীকে ঘরকুনো বন্দী অবস্থা থেকে মুক্তি বা নারী জাতি সংশ্লিষ্ট যেকোন ইতিবাচক বিষয়ে সময়ের সাহসী এক অগ্নি কন্যা ছিলেন বেগম রোকেয়া সাখওয়াত হোসেন। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন এই মহিয়সী নারী। জমিদার পরিবারের কন্যা বেগম রোকেয়া বড় ভাইয়ের সাহচর্যে এসে আলোকিত হন সুশিক্ষার আলোতে। অনুধাবন করতে সক্ষম হন যে, নারীদের বহিঃজগতের বাস্তবতায় আরেহন
Published: Sun, 06 Dec 2020 | Updated: Sun, 06 Dec 2020
মেহেরাবুল ইসলাম সৌদিপ : ইতিহাসের শত বছরের শোষিত জাতির নাম বাঙালি। যুগে যুগে নানা শাসকগোষ্ঠী দ্বারা শোষণের পর অবশেষে ১৯৭১ সালে বাংলার দামাল ছেলেরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি সামরিক বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছে স্বাধীন বাংলাদেশ। খুব স্বল্প সংখ্যক লোক ছাড়া ততকালীন পূর্ব বাংলার সকল জনগণ স্বতঃস্ফুর্তভাবে, পাকিস্তানীদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর এ যুদ্ধ
Published: Tue, 01 Dec 2020 | Updated: Tue, 01 Dec 2020
মেহেরাবুল ইসলাম সৌদিপ : মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ধংসকারী ভাইরাসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এইচআইভি। এইচআইভি মানে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর প্রাণঘাতী এক নির্মম মরণব্যাধির নাম এইডস। এর মানে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। যার অর্থ ‘অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতির লক্ষণসমূহ’। অর্থাৎ এইচআইভি ভাইরাসজনিত একটি রোগের নাম হলো এইডস। আর এইডস শুধুমাত্র একটি মাত্
Published: Tue, 01 Dec 2020 | Updated: Tue, 01 Dec 2020
মারিয়া অনি : রাজধানীর মহাখালীতে ৭ তলা বস্তিতে আগুনে পুড়ে গেছে বহুঘর ও বস্তিবাসীদের স্বপ্নের আবাসস্থল। ২৩ নভেম্বর রাত আনুমানিক ১১ টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২ টি ইনিটের প্রচেষ্টায় রাত ১২ টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান সিকদার জানান সর্বমোট ২০০ ফায়ার কর্মী ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন
Published: Mon, 30 Nov 2020 | Updated: Mon, 30 Nov 2020
প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার : দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সামাজিক অস্থিরতা এত বৃদ্ধি পেয়েছে যে যেখানে মানুষের স্বাভাবিক জীবন প্রতিনিয়ন বাধাগ্রস্থ হচ্ছে। একেক শ্রেণি গোষ্ঠী দ্বারা একেক রকম সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু সার্বিক বিচারে সকল অসামাজিক কর্মকাণ্ডের খারাপ ফলাফলটা ভোগ করতে হচ্ছে সমাজের সকল স্তরের মানুষের। সকল সামাজিক অপকর্ম মাথাচাড়া দেয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে দ
Published: Sat, 28 Nov 2020 | Updated: Sat, 28 Nov 2020
নজরুল ইসলাম তোফা: পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে লেখালেখি করতে করতে আটটা বছর কেটে গেল। সবই সাধারণ, তবে এ জগতের ‘মানুষরা জটিল’। তবু লিখছি, হয়তো আর লিখবো না এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু অপর দিক থেকে আবার কেউ না কেউ সুড় সুড়ি দেয়, যে যাই বলুক না কেন- কখনো লেখা লেখিটা ছাড়বেন না। তবুও বলি- এরই মধ্যে কিছু কিছু অপূর্ণতা আমাতে জেঁকে বসেছে।
Published: Tue, 24 Nov 2020 | Updated: Tue, 24 Nov 2020
মেহেরাবুল ইসলাম সৌদিপ : বর্তমান সময়ে পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে যে প্রযুক্তি তার নাম দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। আমরা যাকে ফেইসবুক নামে চিনি এটাই একটি সোশ্যাল মিডিয়া। এ রকম আরো অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে যেমন: টুইটার, মাইস্পেস, গুগল প্লাস, ইন্সটাগ্রাম, ইউটিউব ইত্যাদি। এই সোশ্যাল মিডিয়া আমাদের পুরোনো সেই দিন গুলোর কথা ভুলিয়ে দিয়েছে, যে কোন এক
Published: Sat, 14 Nov 2020 | Updated: Sat, 14 Nov 2020
ফাতেমা সাঈদ : অল্প বিদ্যা সবসময়ের জন্য ভয়ংকর। আর স্বল্প জ্ঞান থেকেই জন্ম নেয় বাড়াবাড়ি করার দুঃসাহস। ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করাও কিন্তু ধর্মের অবমাননা করা। আমরা বাঙালি বড়ই আবেগি। আমাদের এতটাই আবেগ যে আমরা নিজেরা কখনোই ধর্ম নিয়ে তো পড়াশুনা করি না, গবেষণা দূরে থাক। বাজারের কিছু ছোট ছোট বই আর গ্রাম-গঞ্জের কিছু মোল্লা এবং মাদ্রাসার হুজুরদের কিছু ওয়াজ মাহফিলের উপর আমাদের
Published: Tue, 10 Nov 2020 | Updated: Tue, 10 Nov 2020
নীলকন্ঠ আইচ মজুমদার : মানুষের মৌলিক অধিকার গুলোর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা । আমাদের মতো উন্নয়নশীল দেশে যেখানে মানুষকে খেয়ে বাঁচার জন্য চেষ্টা করতে হয় প্রতিনিয়ত সেখানে দেশের পক্ষে শিক্ষায় গৃহীত কর্মসূচী বাস্তবায়ন করা আরো জটিল। তারপরও সরকার চেষ্টা করছে না একথা বলা যাবে না তবে যেটুকু হচ্ছে সেটকুকে সীমিত আকারই হচ্ছে তা বলা চলে। জাতীয় বাজেটে যে বরাদ্ধ রাখা হয় তা চাহিদার তুলনায় অ
Published: Tue, 10 Nov 2020 | Updated: Tue, 10 Nov 2020
মো. আশরাফুল আলম : দারিদ্রের অবিচার থেকে মুক্ত ভবিষ্যৎ গড়তে বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থার আন্দোলন অব্যাহত রয়েছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ন্যায়সঙ্গত সমাজ গড়ে তুলতে নানা পদক্ষেপে কাজ করছে। বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান নারী ও পুরুষের অংশগ্রহনের প্রক্রিয়ার মধ্য দিয়েই এগিয়ে চলছে লক্ষ্য অর্জনে।
Published: Wed, 04 Nov 2020 | Updated: Wed, 04 Nov 2020
জিসান তাসফিক : সারা বিশ্বের প্রতিটি মানুষ আজ তাকিয়ে আছে একটি ফলাফলের প্রতি আর সেটি হল মার্কিন যুক্তরাষ্ট্র তথা United States of America এর রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে। ০৩ নভেম্বর ২০২০ তারিখ হবে যুক্তরাষ্ট্রের ৫৯ তম নির্বাচন। ইলেক্টোরাল ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন হয়। মোট ইলেক্টোরাল ভোটের মধ্যে যিনি অধিক ভোট পান তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন । সারা বিশ্বের কাছ
Published: Mon, 02 Nov 2020 | Updated: Mon, 02 Nov 2020
মোঃ মশিউর রহমান : স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ ৭ মাস হলো প্রায়। অটোপাশও দিয়ে দেওয়া হলো। সবকিছুই করা হচ্ছে শিক্ষর্থীদের কথা মাথায় রেখে। তাদের ঘরে রাখার জন্য, করোনা থেকে বাঁচার জন্য। কিন্তু বর্তমানে বাস্তব অবস্থাটা আসলে কি?
Published: Sun, 01 Nov 2020 | Updated: Sun, 01 Nov 2020
মেহেরাবুল ইসলাম সৌদিপ : করোনাভাইরাস এখন এক গল্পের মতো। যদিও গৃহবন্দীর প্রায় সাড়ে সাত মাস কেটে গেলেও শিক্ষার্থীদের মনে স্বস্তির দেখা মেলেনি। সুদূর চীনের একটি ভাইরাস যে বাংলাদেশেও এত প্রকট আকারে আঘাত হানবে সবার কাছে তা অকল্পনীয় ছিল। হঠাৎ এই ভাইরাসের সংক্রমণ এড়াতে স্থগিত হলো শিক্ষা প্রতিষ্ঠান। কোনো ব্যতিক্রম ঘটেনি পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। কর
Published: Sun, 01 Nov 2020 | Updated: Sun, 01 Nov 2020
জিসান তাসফিক : প্রায়শই খবরের কাগজে কিংবা গণমাধ্যমে প্রতারণার কথা শুনতে পাওয়া যায়। প্রতারণা আজ সমাজের আতঙ্ক। সমাজে বসবাসের ফলে মানুষের সাথে মানুষের বিভিন্ন সম্পর্কে তৈরি হয় যার ভিত্তি হল বিশ্বাস করা। প্রতারণার ফলে মানুষ মানুষে বিশ্বাস হারিয়ে যায়। যার ফল পরোক্ষভাবে সমাজের উপরে এসে পরে। সামাজিক বন্ধনে আবদ্ধ মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে বলে প্রতারণাকে সামাজিক ভাইরাস বলা উচিত।
Published: Tue, 27 Oct 2020 | Updated: Tue, 27 Oct 2020
সজিব আহমেদ : ৫% জৈব পদার্থ আদর্শ মাটির অন্যতম উপাদান। মাটির উৎপাদনশীলতা বজায় রাখতে মাটির ৩-৫% জৈব পদার্থ অবশ্যই থাকতে হবে। মাটির বুনট ঠিক রাখতে, পানি ধারণ ক্ষমতা ও মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করতে, মাটি ক্ষয়রোধ করতে,মাটির তাপমাত্রা শিকরের জন্য সহনীয় ও উপযুক্ত পর্যায়ে রাখতে, দীর্ঘ সময় যাবত গাছের জন্য পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে, মাটির বিষাক্ততা কমাতে, মাটিতে উপকারী অনুজীবের কার্যক্র
Published: Tue, 27 Oct 2020 | Updated: Tue, 27 Oct 2020
Published: Mon, 26 Oct 2020 | Updated: Mon, 26 Oct 2020
এ বি সানোয়ার হোসেন : মেয়ে হয়ে জন্মে নারী হয়ে ওঠার জন্য একমাত্র দায়ী পুরুষতান্ত্রিক সমাজ। পৃথিবী লগ্ন হতেই তাদের কে পুরুষ জাতি শুধু ব্যবহৃত পণ্য মনে করত। তারা ভাবত তাদের কামনার পরিতৃপ্তি হিসেবেই নারীকে তৈরি করা হয়েছে।
Published: Thu, 22 Oct 2020 | Updated: Thu, 22 Oct 2020
নীলকন্ঠ আইচ মজুমদার : শিউলি ফুলের গন্ধ আর সারি সারি মেঘ ভেসে বেড়ানো আকাশের গায়ে কুয়াশার স্পর্শে দেবীর এবার আগমন ঘটছে ধরাধামে। তিথিগত কারণে এবার পূজা উদযাপন হচ্ছে কার্তিক মাসে। হেমন্তের স্নিগ্ধ করা ভালোলাগার দৃশ্য ভোরের ধানগাছের ডগায় শিশির জমে থাকার সৌন্দর্য বাড়িয়ে দেয় হেমন্তের মায়াবী রূপের ঝলকে যেন ঠিক আরাধ্য দেবী মহামায়া দুর্গাকে।
Published: Tue, 20 Oct 2020 | Updated: Tue, 20 Oct 2020
সজিব আহমেদ : কৃষিকে এগিয়ে নিতে সরকারের উদ্যোগের শেষ নেই। নতুন নতুন কৃষি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে আধুনিক কৃষি শিক্ষা প্রদান, নতুন ফসলের জাত, উন্নত প্রযুক্তি উদ্ভাবন, বিভিন্ন পর্যায়ে কর্তৃপক্ষ সৃষ্টি করে নতুন নীতিমালা ও আইন প্রণয়ন , সার্বিক তদারকি ও সম্প্রসারণ করতে জাতীয় পর্যায় থেকে বিভাগ, জেলা, উপজেলায় সরকারি কর্মকর্তা নিয়োগ, কৃষি অগ্রগতিকে আরো বেগবান করত
Published: Tue, 20 Oct 2020 | Updated: Tue, 20 Oct 2020
এইতো গতবছর (২০ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় অনেক জবিয়ান ছাত্রছাত্রীর লেখা পড়েছিলাম। এবার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একজন জবিয়ান ছাত্রী হিসেবে নিজেই লেখার সুযোগ পেয়েছি যা আমার পরম পাওয়া।
Published: Mon, 19 Oct 2020 | Updated: Mon, 19 Oct 2020
কামারুজ্জামান শানিল : ‘এই মামা! একটু দাড়ান, লেজি বয় দৌড়ায়া আইতাছে।’ এসে বাসে পা দিতেই সমগ্র বাস কোলাহলে পরিপূর্ণ, ‘ব্যাটা সারাজীবন অলসই থাকবি? প্রতিদিন তোর দেরি হয় কেন?’
Published: Mon, 19 Oct 2020 | Updated: Mon, 19 Oct 2020
জান্নাতুল মাওয়া শশী : এইতো সেদিন মাত্র ইন্টারমিডিয়েট পাস করে বহুদিনের লালিত রঙিন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সম্মুখীন হয়েছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে ভর্তি হয়ে পড়াশোনা করার সুযোগটা আমার সত্যি পরম পাওয়া ছিল।
Published: Mon, 19 Oct 2020 | Updated: Mon, 19 Oct 2020
Published: Sun, 18 Oct 2020 | Updated: Sun, 18 Oct 2020
Published: Sat, 17 Oct 2020 | Updated: Sat, 17 Oct 2020
নীলকন্ঠ আইচ মজুমদার : চারদিকে শুধু একই আওয়াজ- ‘ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই ধর্ষকের শাস্তি চাই’। প্রতিটি মিডিয়াও দেখছে এসব নিউজ গুরুত্ব সহকারে; যার ফলে এসব অন্যায় অত্যাচারের প্রতিচ্ছবি চলে আসছে মানুষের সম্মুখে। দেশের রাজধানীসহ প্রত্যন্ত অঞ্চলেও ধর্ষণের বিরুদ্ধে জেগে উঠেছে মানুষ। পুরুষ সমাজের বিকৃত মনের কিছু মানুষের দ্বারা ধর্ষিত এই সোনার বাংলা কলংঙ্কিত হচ্ছে প্রতিনিয়ত। নারীর অগ্র
Published: Wed, 14 Oct 2020 | Updated: Wed, 14 Oct 2020
সানজিদা মাহমুদ মিষ্টি : বাংলাদেশের উচ্চশিক্ষার রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৪০০-২০০০ বছর পূর্বে এই অঞ্চলের পুণ্ড্রনগর, পাহাড়পুর, ময়নামতি বৌদ্ধমঠ গুলোতে উচ্চশিক্ষার প্রথম নিদর্শন পাওয়া যায়। কালের বিস্তারে দেশজুড়ে এখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তেমনি উচ্চশিক্ষার দেশের অন্যতম বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
Published: Fri, 02 Oct 2020 | Updated: Fri, 02 Oct 2020
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : মা বলছে ছেলেকে, ‘কিরে খোকা, এবার পূজায় আমাকে শাড়ি কিনে দিবেতো?
Published: Wed, 30 Sep 2020 | Updated: Wed, 30 Sep 2020
সাদিয়া নওশিন বিন্তি : মানুষ সৃষ্টির সেরা জীব। প্রত্যেকটা মানুষের জীবন অত্যন্ত পবিত্র ও মর্যাদাকর। বিবেকের জন্য পশু-পাখি আর মানুষের মাঝে পার্থক্য করা হয়। মানুষের বিবেক আছে আর পশু-পাখির বিবেক নেই। মূল কথাই হচ্ছে এটা।
Published: Tue, 29 Sep 2020 | Updated: Tue, 29 Sep 2020
সানজিদা মাহমুদ মিষ্টি : মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু সেটা তার শারীরিক আকার, গঠনের দিক থেকে নয়। সেটা একমাত্র তার উপযুক্তু ইতিবাচক আচরনের কারনে। ইতিবাচক আচরন তখনি একজন মানুষ শিখতে পারে যখন তার মধ্যে মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, শ্রদ্ধার মানসিকতা, অন্য একজন মানুষকে দেখলে সম্মান দাওয়ার ইচ্ছা জাগ্রত হবে। আহা সম্মান কথাটা বলতেও এখন ঘৃণা হয়।
Published: Mon, 28 Sep 2020 | Updated: Mon, 28 Sep 2020
জিসান তাসফিক: জন্মের পর একটি শিশুর প্রধান আশ্রয়স্থল মায়ের কোল। একটা দুটো শব্দ করে ভাষা শেখা শুরু এখানেই। হাঁটিহাঁটি পাপা করেই একদিন দেশের ও দশের হাল ধরে। এজন্যই বলা হয় ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’। প্রতিটি মানুষের জীবনে নানা স্মৃতিবিজরিত থাকে শিশুকালে। ঘটে স্মৃতিপটে ধরে থাকার মত নানা মজার ঘটনা। কিন্তু সবার জীবনের গল্প এক নয়। কারো কারো জীবনে ঘটে অন্যরকম গল্প। সোনালি শৈশব
Published: Sat, 26 Sep 2020 | Updated: Sat, 26 Sep 2020
অনন্য প্রতীক রাউত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় : জগন্নাথে জীবনযুদ্ধ শুরু করার পর থেকেই ভালোবাসা তথা ভালোলাগার এক পরিপূর্ণ আশ্রয়স্থলে পরিনত হয়েছিল আইন বিভাগ। বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিটা শিক্ষার্থীর কাছে তাঁর নিজ বিভাগ সম্পর্কে চিন্তা ভাবনা একটু অন্য মাত্রায় থাকে। আইন বিভাগের শিক্ষার্থীরা সেখানে যেমন ব্যাতিক্রম নয় তেমনি স্রোতে গা ভাসানোর মতো ও নয়৷ তাঁরা ভিন্নতর।
Published: Fri, 25 Sep 2020 | Updated: Fri, 25 Sep 2020
নীলকণ্ঠ আইচ মজুমদার : সাধারণভাবে প্রত্যেকটি সমাজে প্রচলিত একটা মানদণ্ড থাকে। এসব মানদণ্ডের লঙ্ঘন করাকে অপরাধ বলা হয়ে থাকে। আর এসব অপরাধীকে রাষ্ট্র শাস্তি দিয়ে থাকে। মনুষ্য সমাজে প্রতিদিন অপরাধ প্রবণতা বেড়েই চলছে এবং অপরাধীদের শাস্তি দেয়ার জন্য রাষ্ট্র কর্তৃক বিভিন্ন ধরনের শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করা হচ্ছে। তাতেও কিন্তু অপরাধ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যদি আমরা দেখি অপর
Published: Fri, 25 Sep 2020 | Updated: Fri, 25 Sep 2020
আজাহার ইসলাম, ইবি : ‘আমার ধুলোবালি জমা বই, আমার বন্ধুরা সব কই। ভাল্লাগেনা এই মিথ্যে শহর, রাতের আড়ালে রই।’ বারবার মনের কোনে ভেসে উঠে এই কথা। আর কতদিন বাড়িতে থাকবো? প্রিয় ক্যাম্পাস আর বন্ধুদের খুব মিস করি। বেশি মিস করি আড্ডায় কাটানো সময়গুলোকে।’ বলছিলেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তামান্না তাবাসসুম ডানা।
Published: Wed, 23 Sep 2020 | Updated: Wed, 23 Sep 2020
জিসান তাসফিক : স্কুল, কলেজে বাঁধাধরা পড়াশোনার গণ্ডি পেরিয়ে পরিবার থেকে দূরে জ্ঞানের সাগরে অবগাহন করার প্রথম ধাপ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন পা দিয়েই মনের মধ্যে জেগে ওঠে অজানা হাজারো আকাশছোঁয়া স্বপ্ন, হাজারো অনুভূতি। কিন্তু এই স্বপ্ন, আবেগ, অনুভুতির বাধা হয়ে দাঁড়ায় র্যাগিং আতঙ্ক।
Published: Mon, 21 Sep 2020 | Updated: Mon, 21 Sep 2020
তানভীরুল ইসলাম : আধুনিক বিশ্বে শিক্ষা একটি স্বীকৃত বিষয়। সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দ্যেশ্য অর্জনের একটি পরিকল্পিত প্রক্রিয়া। যদিও শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ভর করে সমাজের বহুমাত্রিক ভাবাদর্শের উপর। শিক্ষার উদ্দেশ্য কেবল অর্থ উপার্জন নাকি ব্যক্তির চরিত্রের বিকাশ, তা এখনও অনেকের বিতর্কের বিষয়। এটাই স্বাভাবিক, সমাজে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও মতাদর্শের মানুষ থাকার কারণে শিক্ষার অর
Published: Wed, 16 Sep 2020 | Updated: Wed, 16 Sep 2020
তানভীরুল ইসলাম : ২০১৫ সালে জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। এর মূল উদ্দেশ্য দরিদ্র, ধনী ও মধ্য আয়ের দেশে আয়-ব্যয় ও উন্নয়নের সমন্বয় করে দরিদ্র্যতা দূরীকরণ, বেকারত্ব নির্মূলকরণ এবং স্থিতিশীল উন্নয়ন। পাশাপাশি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো তৈরি করা, যেন নিশ্চিত হয় সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা আর কর
Published: Tue, 15 Sep 2020 | Updated: Tue, 15 Sep 2020
Published: Thu, 10 Sep 2020 | Updated: Thu, 10 Sep 2020
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : এক সময়ের গ্রামের সালিশ ও রাজনীতি মনে এলেই মনের মধ্যে ভেসে ওঠে সুশীতল ছায়া ঘেরা স্থানে শান্তি-সৃঙ্খলা বজায় রাখতে নিঃস্বার্থপর কতিপয় বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ মানুষ শোভিত কোনো দৃশ্যের ছবি। কিন্তু সময়ের ব্যবধানে সেই গ্রামীণ সালিশ ব্যবস্থাতেও ঢুকে পড়েছে স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ও অবৈধ অর্থনৈতিক লেনদেন। আর গ্রামের ছোটখাট ঝগড়া-বিবাদ, পারিবারিক দ্বন্দ্বের বি
Published: Mon, 07 Sep 2020 | Updated: Mon, 07 Sep 2020
নীলকণ্ঠ আইচ মজুমদার : জীবনে বহু রাজনৈতিক সমস্যার সমাধান লড়াই করে জিতলেও মৃত্যুর সাথে দীর্ঘদিন লড়াই করে হেরে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি বাঙালির দুঃসময়ের পরীক্ষিত অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। দিল্লির আর্মি রিসার্স অ্যান্ড রেফারেল হাসপাতালে কোমায় থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Published: Sun, 06 Sep 2020 | Updated: Sun, 06 Sep 2020
মো. আশরাফুল আলম, গাইবান্ধা (বিশেষ সংবাদদাতা) : করোনা মহামারির কারনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজেদের পছন্দ মত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের প্রয়োজন অনুভব করলেও এখনও তৈরী হয়নি সার্বজনিন কোন নীতিমালা। যে যার মতো করে চেষ্টা করে যাচ্ছে পাঠদানের।
Published: Wed, 02 Sep 2020 | Updated: Wed, 02 Sep 2020
নীলকণ্ঠ আইচ মজুমদার : করোনাকালে বদলে গিয়েছে পৃথিবীর চিরচেনা রুপ। কোন দিন ফিরবে পূর্বের রুপে বা কোন দিন চলে যাবে করোনার প্রভাব এ সম্পর্কে কারো সুস্পষ্ট ধারণ নেই। পৃথিবীর সব দেশের জন্য ধাক্কা হলেও আমাদের মতো মধ্যম আয়ের বা এত জনসংখ্যা বহুল দেশের জন্য চরম ধাক্কা। করোনা দিচ্ছে আমাদের বিভিন্ন রকমের শিক্ষা যার জন্য আমাদের কোন পূর্বপ্রস্তুতিই ছিল না।
Published: Sat, 29 Aug 2020 | Updated: Sat, 29 Aug 2020
নীলকন্ঠ আইচ মজুমদার : বন্ধুবান্ধবরা বলে, “তোমার জীবনী লেখ।” সহকর্মীরা বলে, “রাজনৈতিক জীবনের ঘটনাবলি লিখে রাখ, ভবিষতে কাজে লাগবে।” আমার সহধর্মিনী একদিন জেল গেটে বসে বলল, “ বসেইতো আছ, লেখ তোমার জীবনের কাহিনী।” বললাম লিখতে যে পারিনা; আর এমন কি করেছি যা লেখা যায়! আমার জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণের কি কোনো কাজে লাগবে ?
Published: Sat, 15 Aug 2020 | Updated: Sat, 15 Aug 2020
Published: Thu, 13 Aug 2020 | Updated: Thu, 13 Aug 2020
Published: Thu, 13 Aug 2020 | Updated: Thu, 13 Aug 2020
সুজন বিপ্লব : প্রতিষেধক আবিষ্কৃত হলে মহামারী-অতিমারী প্রাণঘাতি করোনা রোগমুক্ত পৃথিবী আবার সচল হবে। বলা চলে করোনার ন্যায় প্রাণঘাতি ভয়াবহ দূর্যোগে পতিত শিক্ষানবিশ আইনজীবিরা কি আজীবন রবি ঠাকুরের ‘ছুটি’ গল্পের ‘ফটিক’ চরিত্রের মতো শেষ হয়ে যাবে?
Published: Tue, 11 Aug 2020 | Updated: Tue, 11 Aug 2020
জিসান তাসফিক :‘গণতন্ত্র’ আমাদের সমাজে অতিপরিচিত একটি শব্দ। শব্দটি আমাদের খুবই প্রিয় কারণ এই শব্দের মাঝে আমরা আমাদের স্বাধীনতা খুজে পাই এবং মত প্রকাশের অধিকারও। গণতান্ত্রিক সরকারের মূল শক্তি জনগণই। কিন্তু এগুলো কতটুকু সত্য আর বাস্তবতা? বাস্তবে কি আসলে গণতন্ত্র আছে নাকি এটি শুধুমাত্র আমাদের জন্য ব্যবহারিত শব্দ?
Published: Sun, 09 Aug 2020 | Updated: Sun, 09 Aug 2020
নীলকন্ঠ আইচ মজুমদার : একটি ধাঁধা দিয়েই শুরু করতে চাই। আমি ও তুমি একই রকম। আমি কথা বলি তুমি কেন কথা বল না? উত্তর দিয়েই বিস্তারিত বলতে চাই। এই ধাঁধার উত্তর হলো ছবি। আজকে সেই ছবি নিয়েই কথা বলা। আলোচনায় আছে ছবির একাল সেকাল। সত্যিকার অর্থে ছবি কথা বলে নাকি বলে না? প্রশ্ন হাজার উত্তর এক। ছবি কখনও কথা বলে না। উত্তর সহজ?
Published: Sat, 08 Aug 2020 | Updated: Sat, 08 Aug 2020
গ্রামের নাম টুঙ্গিপাড়া। ১৮৫৪ সালে নির্মিত পাকা দালানের এক অংশে বাস করতেন শেখ আবুল কাশেম। ১৯৩০ সাল, ৮ আগস্ট, শ্রাবণ দুপুরে বাড়ীতে জন্ম নিল এক কন্যা শিশু। দাদা শেখ আবুল কাশেম নাতনীর নাম রাখেন ফজিলাতুন নেছা। ফুলের মতো গায়ের রং বলে মা হোসনে আরা বেগম ডাকতেন রেণুু। তিনবছর বয়সে রেণুর বাবা শেখ জহুরুল হক মারা যান।
Published: Thu, 06 Aug 2020 | Updated: Thu, 06 Aug 2020
অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার
Published: Mon, 27 Jul 2020 | Updated: Mon, 27 Jul 2020
মেহেদী হাসান : আমাদের এই ছোট বাংলাদেশে কত পরিচিত-অপরিচিত সংগঠন রয়েছে যাদের কাজ হচ্ছে দরিদ্র, অসহায়, দুস্থ মানুষের সেবায় নিয়োজিত থাকা। বাংলাদেশের নামকরা সাহায্যকারী সংগঠনের মত না হলেও বর্তমানে একটি সংগঠনের নাম বেশ ভালোভাবে শোনা যাচ্ছে। “ইউনিভার্সাল এমিটি”।
Published: Fri, 24 Jul 2020 | Updated: Fri, 24 Jul 2020
জিসান তাসফিক : বাংলাদেশ নদীমাতৃক দেশ। আবার বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। অবশ্যই ষড়ঋতুর এই বৈচিত্র্যময় দেশে দুটো কথায় সত্য এবং একে অপরের সাথে সম্পর্কিত। প্রাচীনকাল থেকে এদেশে গোলা ভরা ধান চাষ আর পুকুর ভরা মাছ চাষ থেকে মাছ আহরণ করে আসছে। কালের বিবর্তনে এসব আগের মত নেই।
Published: Sat, 18 Jul 2020 | Updated: Sat, 18 Jul 2020
শহিদুল ইসলাম নিরব : বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতে দেশের সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত মন্ত্রণালয়ের নাম হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন মনে হচ্ছে যেন মন্ত্রণালয়টির শিরা, ধমনি, উপ-শিরা থেকে শুরু করে হৃদপিণ্ড পর্যন্ত ক্যানসারে আক্রান্ত। ঘুনে ধরা কাঠ যেমন প্রথমে ভেতর থেকে শেষ হয়, আমাদের স্বাস্থ্যখাতের অবস্থাও ঠিক তাই।
Published: Thu, 16 Jul 2020 | Updated: Thu, 16 Jul 2020
শহিদুল ইসলাম নিরব : বৈশ্বিক করোনাভাইরাসের কবলে যখন আটকে গেছে সাধারণ মানুষের জীবন ও জীবিকা, তখন কিছু কিছু লোভাতুর ঘৃণ্যমহল টাকার মোহে বিক্রি করে দিচ্ছে নিজেদের নীতি ও নৈতিকতা। সামান্য কিছু প্রণোদনার টাকার জন্যে করোনা পজেটিভের জাল সার্টিফিকেট নিচ্ছে ও দিচ্ছে। এটা যে কতো বড় নৈতিক অবক্ষয়ের পরিচয় তা ভাষায় প্রকাশ করার মত নয়। আমরা নিয়মিত বিশ্ববিদ্যালয় থেকে এতো বড় বড় গ্রাজুয়েশন নিচ
Published: Tue, 14 Jul 2020 | Updated: Tue, 14 Jul 2020
গৌতম চন্দ্র বর্মন : করোনার থাবায় থমকে আছে গোটা বিশ্ব। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিলে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন প্রাণ। আর এ মুহূর্তে শিক্ষার্থীদের পড়ালেখা যেন থেমে না যায় সে জন্য উন্নত দেশে চলছে ভার্চুয়াল ক্লাস। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও চালু হলেও গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা নানান সমস্যায় জর্জরিত। অনেক শিক্ষার্থীদের ল্যাপটপ বা ডেস্কটপ নেই।
Published: Mon, 13 Jul 2020 | Updated: Mon, 13 Jul 2020
মনীষা তালুকদার, জবি : জনসংখ্যা দেশের জন্য আর্শীবাদ ও অভিশাপ দুটোই হতে পারে। যখনই দেশের সম্পদ দেশের জনগণের তুলনায় অপ্রতুল হয়ে যায়, তখনই দেশে জনসংখার বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণ নিয়ন্ত্রণ করা অতীব জরুরি হয়ে পরে।
Published: Mon, 13 Jul 2020 | Updated: Mon, 13 Jul 2020
নীলকন্ঠ আইচ মজুমদার : বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে যার পিছনে সবচেয়ে বড় অবদান এদেশের কৃষকের। সাথে রয়েছে সরকারের কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা। সারা পৃথিবীতে করোনার থাবা পড়াতে অর্থনীতি আজ চরম বিপর্যস্ত। বাংলাদেশও এর বাইরে নয়।
Published: Sun, 12 Jul 2020 | Updated: Sun, 12 Jul 2020
শহিদুল ইসলাম নিরব : এক সময় জ্ঞান-বিজ্ঞানে পণ্ডিতমহল ও বিবেকসম্পন্ন ব্যক্তিবর্গ মানবিক কারণে মসি হাতে তুলে নিতেন এবং সাংবাদিকতা নামক মহৎ পেশায় সমাসীন হতেন। তাঁদের তুলির আঁচড়ে ছিল শুধু সুন্দর সমাজভাবনা এবং তাঁদের চিন্তা-চেতনা ছিল দল-মতের ঊর্ধ্বে। সত্য-সুন্দরের নীতি-নৈতিকতা ছিল তাঁদের আশ্রয়।
Published: Tue, 07 Jul 2020 | Updated: Tue, 07 Jul 2020
সাব্বির আহমেদ জোয়ারদার : সারা বিশ্বজুড়ে এখন এক আতঙ্কের নাম কোভিড -১৯ বা করোনা ভাইরাস। এই বৈশ্বিক মহামারীতে নানা দেশ নানা প্রতিরোধ ও প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। ঠিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও পিছিয়ে নেই। করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে উচ্চবিত্তের মানুষ ঠিক যেখানে হোম কোয়ারেন্টিনে আছেন তেমনিভাবে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা পারেনি ঘরে বসে থাকতে। জীবিকার তাগিদে
Published: Thu, 02 Jul 2020 | Updated: Thu, 02 Jul 2020
জিসান তাসফিক, বাউবি : ধর্ষণ একটি নিত্য ব্যবহারিত শব্দ। কিন্তু এমন একটি শব্দ যা আমাদেরকে আতঙ্কিত করে। আইনের ভাষায় ধর্ষণ হলো বাংলাদেশ দন্ডবিধি ৩৭৫ ধারা অনুযায়ী কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে, সম্মতি ছাড়া, ভয়-ভীতি প্রদর্শন করে, ১৪ বছরের কম হলে এরূপ ক্ষেত্রে যৌন সহবাস হলেও সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে এবং এটাই আইনত দন্ডনীয় অপরাধ।
Published: Thu, 02 Jul 2020 | Updated: Thu, 02 Jul 2020
নীলকন্ঠ আইচ মজুমদার: নির্দিষ্ট সময় সাধারণত একবছরে সরকারের আয়-ব্যয়ের সম্ভাব্য হিসাবকেই বাজেট বলা হয়ে থাকে। বলা হয়ে থাকে ১৭৩৩ সালে সর্বপ্রথম যুক্তরাজ্যে বাজেট দেওয়া হয়। সরকারি বাজেটে একদিকে সরকারের আয়ের উৎস এবং অপরদিকে সরকারের ব্যয়ের খাত সমূহ প্রদর্শিত হয়ে থাকে। একেক দেশের বাজেটের ধরণ একেক রকম হয়ে থাকে দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে। অর্জিত আয় এবং ব্যয়ের ক্ষেত্রেও ব্যাপক
Published: Wed, 01 Jul 2020 | Updated: Wed, 01 Jul 2020
জিসান তাসফিক: মানুষ একটি জীব মানে এর জীবন আছে সেইসঙ্গে জন্ম ও মৃত্যু আছে। এর পরে নিথর দেহকে সমাহিত করা হয় অথবা পোড়ানো হয়। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বর্তমানে সমাজে বসবাসকারী মানুষের আচরণ এমন হয়েছে যে, একজন আরেকজনকে হত্যা করা শুরু করেছে। এটাও এখন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় হত্যার চেষ্টা, নির্যাতন, শারীরিক যখম, ধর্ষণ প্রতিনিয়ত হয়। কিন্তু আমরা কি এমন সমাজ চ
Published: Mon, 29 Jun 2020 | Updated: Mon, 29 Jun 2020
জিসান তাসফিক : পরকীয়া একটি অতিপরিচিত ও বহুল ব্যবহৃত শব্দ। পরকীয়া সামাজিক ব্যাধি। আইনত অপরাধও বটে। পক্ষান্তরে বিবাহ একটি পারিবারিক বন্ধন। নর-নারী একে অপরের মতামতের পরিপ্রেক্ষিতে পরিবার, ধর্ম ও আইনত স্বীকৃতির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যুগ যুগ ব্যাপি এই প্রচলিত রীতিনীতি আমাদের সমাজে চলে আসছে। কিন্তু যখন এই বন্ধনে তৃতীয় কেউ এসে পরে তখনই সমস্যার গোড়াপত্তন হয়। এখানেই পরকীয়ার
Published: Sun, 28 Jun 2020 | Updated: Sun, 28 Jun 2020
জুঁই জেসমিন : আমরা যাদের প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করি সমাজে, সত্যিই কি তারা প্রতিবন্ধী? তার আগে প্রতিবন্ধী শব্দটির অর্থ বা ব্যাখ্যা করা প্রয়োজন। প্রতিবন্ধী শব্দের আভিধানিক অর্থ বাধা সৃষ্টিকারী। তবে জন্মগত বা দুর্ঘটনাজনিত কারণে শারীরিক কোনো দৃশ্যমান সমস্যা দেখা দিলে তাহলে কি সেই ব্যক্তিরা প্রতিবন্ধী?
Published: Wed, 24 Jun 2020 | Updated: Wed, 24 Jun 2020
মাহির খান : একদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয় আরেক দিকে ভাঙ্গন আতঙ্ক। এভাবে জীবন যাপন করছেন রংপুর অঞ্চলের তিস্তা পাড়ের হাজারো মানুষ। এখানকার মানুষের দিন কাটছে ভাঙ্গা গড়ার আতংকে। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। করোনাভাইরাস দুর্যোগে নদী ভাঙ্গন আতঙ্ক যুক্ত হয়ে মহাসংকটের শঙ্কায় চিন্তিত নির্ঘুম রাত কাটছে তিস্তা পাড়ের মানুষদের।
Published: Mon, 15 Jun 2020 | Updated: Mon, 15 Jun 2020
হায়দার আলী খান,
অর্থনীতির অধ্যাপক, জোসেফ কোরবেল স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ, ডেনভার বিশ্ববিদ্যালয়।
অব্যাহত কোভিড-১৯ সঙ্কট বিভিন্নভাবে ভূরাজনীতিকে জটিল করে তুলেছে। তেল নিয়ে ভূরাজনীতি ঐ বিষয়গুলোর একটি উল্লেখযোগ্য উদাহরণ।
Published: Sun, 14 Jun 2020 | Updated: Sun, 14 Jun 2020
মামুন কবীর : ১১ জুন তারিখে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষিত হয়েছে। বিশেষজ্ঞ আর অর্থনীতিবিদদের পরামর্শ ছিল বাজেট যেন জনস্বার্থের হয়। এখানে শিক্ষা-চিকিৎসাকে গুরুত্ব দেবার পাশাপাশি দরিদ্র ও নিম্নবিত্তের মানুষকে বাঁচিয়ে রাখবার জন্য করতে হবে এবারের বাজেট।
Published: Tue, 09 Jun 2020 | Updated: Tue, 09 Jun 2020
জন লুরম্যান : দুই সপ্তাহ আগেও মনে হয়েছিল হাইড্রোক্সিক্লোরোকুইনেই করোনা নিরাময়ের স্পষ্ট ইঙ্গিত আছে।
Published: Sat, 30 May 2020 | Updated: Sat, 30 May 2020
করোনাভাইরাস মহামারি সূত্রপাত হওয়ার পর ২০২০ সালের প্রথম তিন মাসের সময়কালে বৈশ্বিক বাণিজ্য মূল্যে শতকরা ৩ ভাগ হ্রাস পেয়েছিল। আংকটাড (ইউএনসিটিএডি) এর পূর্বাভাস অনুসারে, দ্বিতীয় তিন মাসে ঐ নিম্নগতি আরো তীব্র হবে বলে আশা করা হচ্ছে,যা প্রকল্পের চতুর্থাংশ চতুর্থাংশ করে প্রায় শতকরা ২৭ ভাগ হ্রাস পাবে। তেলের দামের খাড়া পতনের কারণে শুধু মার্চ মাসেই পণ্যের দর রেকর্ড পরিমাণ শতকরা ২০ ভাগ কমেছে।
Published: Sun, 24 May 2020 | Updated: Sun, 24 May 2020
জিসান তাসফিক : করোনাভাইরাস অন্যান্য ভাইরাসে মতই একটি ভাইরাস। অতিক্ষুদ্রাকায় একটি জীব। ভাইরাসটি দেখতে হলে শক্তিশালী ইলেকট্রনিক অনুবীক্ষন যন্ত্রের প্রয়োজন। কিন্তু কার্যক্ষমতা একটি আস্ত মানুষকে বেদনাদায়ক মৃত্যু দেয়। গড়ে প্রতি দশজনে দুথেকে তিনজনের মৃত্যুর। দেশভেদে আবারও চিকিৎসার সক্ষমতা ভেদে এর পরিসংখ্যান কমবেশি হয়।
Published: Wed, 20 May 2020 | Updated: Wed, 20 May 2020
ফিরোজ খান, বাকতা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ : রাতের শিশির ভেজা ঘাস দু'পা মারিয়ে হাটতেছিলাম তারা কেঁদে কেঁদে পা ভিজালো যেন তাদের কষ্ট না দেই, মৃদু হাসলাম ক্ষাণিক পর বললাম দেখ পৃথিবী যেখানে নির্বাক সেখানে তোমার জন্য আমি কি করতে পারি। সত্যিই পৃথিবী আজ নির্বাক অদৃশ্য অতি এক ক্ষুদ্র বস্তু নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর কাছে।
Published: Tue, 19 May 2020 | Updated: Wed, 20 May 2020
ড. রাশিদ আসকারী : ভেনি, ভিডি, ভিসি (veni, vidi, vici) একটি ল্যাটিন শব্দবন্ধ যার অর্থ I came; I saw; I conquered. বঙ্গার্থ: আসলাম, দেখলাম, জয় করলাম। রোমান সম্রাট জুলিয়াস সিজার পন্টাসের দ্বিতীয় ফার্নাসেসের বিরুদ্ধে জেলার যুদ্ধে সহজ জয় লাভের পর খ্রিষ্টপূর্ব ৪৭ অব্দে রোমান সিনেটকে লেখা এক পত্রে শব্দগুলো ব্যবহার করেন।
Published: Mon, 11 May 2020 | Updated: Mon, 11 May 2020
রোচেল বার্গেস
ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কমিউনিটি-হেলথ সাইকোলজিস্ট এবং বিশ্ব স্বাস্থ্য বিষয়ক প্রভাষক, ইন্সটিটিউট ফর গ্লোবাল হেলথ
Published: Mon, 11 May 2020 | Updated: Mon, 11 May 2020
মোঃমশিউর রহমান, শেকৃবি : দেশের করোনা মহামারি ও দুর্দিনে বিশ্বের অন্যান্য দেশের মত নানা প্রতিকূলতা ও নানা সংকটে থাকা প্রাণিসম্পদ মন্ত্রনালয় ও ভেটেরিনারিয়ানরা।দেশের এই ক্রান্তিলগ্নে অন্যান্য দেশের মত জরুরী সেবা হিসাবে প্রাণিচিকিৎসা সেবা ও দুধ, ডিম, মাংস উৎপাদন অন্তর্ভুক্ত না হলেও দিনরাত ২৪ ঘন্টা দেশের ৪৯৫ টি প্রাণিসম্পদ অফিস জরুরী প্রাণিসেবা ও দুধ, ডিম এর উৎপাদন করে যাচ্ছে
Published: Thu, 07 May 2020 | Updated: Thu, 07 May 2020
জহিরুল চৌধুরী, নিউইয়র্ক : এদের নাম উচ্চারণ না করলে অকৃতজ্ঞতা হবে। অগণিত নাম না জানা তরুণ-যুবক দেশে-বিদেশে মানবতার সেবায় ঝাঁপিয়ে পড়েছেন। এরা আপন মহিমায় ভাস্বর। আমি দেশে থাকলে এদের অনুগামী হয়ে সেই সম্মান ও তৃপ্তির ভাগিদার হতাম। জাহাঙ্গীর ভাইকে @Jahangir Nakir আমি চিনি প্রায় তিন দশক। বাবা-মাকে নিয়ে থাকতেন শ্রীমঙ্গলের চা গবেষণা কেন্দ্রে। বাবা সেখানেই চাকরি করতেন। জাহাঙ্গীর তখন
Published: Sun, 03 May 2020 | Updated: Wed, 20 May 2020
অ্যালান লেভিনোভিটজ,লেখক “প্রাকৃতিক : প্রকৃতির ভালোত্বের প্রলুব্ধকর মিথ”: চীনা মাংসের বাজারগুলো প্রাকৃতিক অকৃত্রিম অবস্থায় মাংস সরবরাহ করে যা হিমায়িতকরণহীন, অপরিশোধিত, প্যাকেটজাতহীন, রান্নাহীন এবং কখনও যা জবাই না করেই বিক্রির জন্য সরবরাহ করা। আমি যখন চীনে থাকতাম, বাইরের মুক্ত পরিবেশের স্টলগুলোতে ঘুরে বেড়ানোর সময় সেগুলোকে মুক্ত এবং খাঁটি মনে হয়েছিল। জীবাণুমুক্ত সুপার মার্কে
Published: Tue, 28 Apr 2020 | Updated: Tue, 28 Apr 2020
করোনাপরবর্তী বিশ্ব কেমন রূপগ্রহণ করবে বিভিন্ন মহলে তা নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা। অর্থনীতিবিদরা বের করার চেষ্টা করছেন নব্য অর্থনৈতিক রূপরেখা, সমাজতাত্ত্বিকরা অনুমান করার চেষ্টায় আছেন সামাজিক পরিবর্তন নিয়ে, রাজনীতি বিশেষজ্ঞগণ করছেন রাজনৈতিক পালাবদলের চুলচেরা বিশ্লেষণ।
Published: Tue, 28 Apr 2020 | Updated: Tue, 28 Apr 2020
আলমগীর শাহরিয়ার : আমরা অক্সফোর্ডের অধ্যাপক সারা গিলবার্টকে চিনি কিন্তু ঘরের কীর্তিমান বিজন কুমার শীলকে চিনি না। অথচ সারা গিলবার্টের ট্রায়ালে থাকা ভ্যাকসিনের চেয়ে তাঁর উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট এ মুহূর্তে মানব জাতির জন্য কোন অংশে কম গুরুত্বপূর্ণ নয়। অথচ গবেষক সারা ভাইরাল হলেও আপন নামের মতোই আড়ালে থেকে যান বিজ্ঞানী বিজন। উন্নত বিশ্বে জন্ম নিলে সারার মতো তাকে নিয়েই এ মুহূর্
Published: Tue, 21 Apr 2020 | Updated: Tue, 21 Apr 2020
অনেক সপ্তাহের লকডাউন, প্রাণহানি এবং বৈশ্বিক অর্থনীতির বেশিরভাগ অংশ বন্ধ হয়ে যাওয়ার পরেও ঐতিহাসিক মুহূর্তটি বর্ণনা করার ক্ষেত্রে আমুল পরিবর্তনময় অনিশ্চয়তা এখনও বড় বিষয়। ব্যবসা কি আবার খোলা হবে এবং চাকরি কি ফিরে আসবে? আমরা কি আবার ভ্রমণ করব? কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারগুলোর অর্থের বন্যা কি গভীর এবং দীর্ঘস্থায়ী মন্দা রোধ করতে যথেষ্ট হবে নাকি আরো খারাপ হবে?
Published: Mon, 20 Apr 2020 | Updated: Mon, 20 Apr 2020
কৃষিবিদ ড. কাজী আফজাল হোসেন
ভাইরাস নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ক্ষারজাতীয় কোন দ্রব্যের সংস্পর্শে এলে ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায়। আমাদের ঘর-গৃহস্থালির কাজে নিত্যব্যবহার্য এবং সহজপ্রাপ্য ক্ষারজাতীয় দ্রব্য হচ্ছে সাবান, সোডা ইত্যাদি।
Published: Sun, 19 Apr 2020 | Updated: Sun, 19 Apr 2020
জাহাংগীর নাকির : আন্তর্জাতিক শিশু অধিকার সনদের ২০ নং অনুচ্ছেদের উপধারা (১) এ বলা হয়েছে “পারিবারিক পরিবেশ থেকে যে শিশু সাময়িক বা চিরতরে বঞ্চিত বা স্বার্থ রক্ষায় যে সকল শিশুর পারিবারিক পরিবেশ উপযুক্ত নয় সে সকল শিশু রাষ্ট্র থেকে বিশেষ সুরক্ষা ও সহায়তার অধিকারী।” সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বেসরকারী সংস্থাগুলো সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের শারীরিক, মানস
Published: Mon, 13 Apr 2020 | Updated: Mon, 13 Apr 2020
জাফর মুহাম্মদ: করোনায় আমাদের দিনকাল নিয়ে বেশকিছুদিন থেকেই একটা লেখা গুছিয়ে লিখতে চাচ্ছিলাম কিন্তু হয়ে উঠছিল না। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার কারণের সময় পাচ্ছিলাম খুবই কম। অল্প কয়েকজন মানুষের উপর অনেক দায়িত্ব ছিল, আছে এবং হয়তো থাকবে। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে সেটা হল খাদ্য সংকট। সকল শ্রেণির মানুষই এই আশংকা করে আসছিল। যা এখন দৃ
Published: Mon, 13 Apr 2020 | Updated: Mon, 13 Apr 2020
করুণাময় গোস্বামী : স্বাগত ১৪২৭ বঙ্গাব্দ। নববর্ষ সবার জন্য শুভ হোক এবং কোটি কোটি বাঙালি প্রাণ নববর্ষের আহ্বানে মিলিত হোক। মিলনেই মুক্তি। মিলন বন্ধনকে দৃঢ় করে। অনৈক্য নির্মূল করে। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ অতিক্রান্ত হলো। পাশ্চাত্যে রবীন্দ্রনাথ সম্পর্কে যে কটি বই ও কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে, তাতে কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে দেখা যাচ্ছে। একটি বিষয় হচ্ছে সুখ, হ্যাপি
Published: Mon, 13 Apr 2020 | Updated: Mon, 13 Apr 2020
করোনাভাইরাস চীনের উহান থেকে রূপ নিয়েছে একটি বৈশ্বিক ভাইরাসে যা আমাদের ঘরে ঘরে আবদ্ধ করে রেখেছে, মানুষের বিশাল একটি অংশকে অনাহারে, অর্ধাহারে রেখেছে। সম্ভবত আরো কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে এমন অবস্থা চলতে পারে, বিগত মহামারিগুলোর সময়কাল এমনই ইঙ্গিত বহন করে।
Published: Sun, 12 Apr 2020 | Updated: Sun, 12 Apr 2020
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : আমি/আমরা মফস্বল সংবাদকর্মী আমাদের সুরক্ষার জন্য কি ? তারপরেও নিজের কষ্টকে আকরে ধরার পর,যখন তেল মাখতে পারিনা বলে মূল্যায়নের কদর পাই না তাই আমাদের জন্য কোন কিছু নেই। এ জন্য আজ এ কঠিন মূহুর্তেও আমাদের জন্য নেই কোন প্রটেকশন ব্যবস্থা, না আছে বেতন ভাতা, না কোন কর্মের মূল্যায়ন।