আশিক ইসলাম, রাবি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট)। সোমবার (২৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জাতীয় বৃক্ষরোপন-২০২০ এবং মুজিববর্ষ উপলক্ষে কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রায় ১০০০ টি নানান প্রজাতির বৃক্ষরোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, পরিচালক গবেষণা ও সম্প্রসারণ অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মো. মামুনুর রশীদ, রুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ প্রমুখ।
ও/এসএ/